দুলাল - টঙ্গী, গাজীপুর
৪১২৬. Question
আমি একজন ব্যবসায়ী। আমি আর আমার পার্টনার মিলে চাচ্ছি, আমরা বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের দোকান দিব। তাই জানতে চাচ্ছি, এই ব্যবসা করা জায়েয আছে কি না?
Answer
না, বাদ্যযন্ত্রের বেচাকেনা ও ব্যবসা বৈধ নয়। কারণ, বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের ব্যবহার নাজায়েয। এগুলো বাজানো গুনাহ। এছাড়া এগুলো সরাসরি গানবাদ্যেই ব্যবহার হয়। তাই এর ব্যবসা সম্পূর্ণ নাজায়েয।
-মুসনাদে আহমাদ, হাদীস ২৪৭৬; আলমুহীতুল বুরহানী ৯/৩৩৪; আদ্দুররুল মুখতার ৪/২৬৮; জাওয়াহিরুল ফিকহ ২/৪৪৭-৪৪৮