Shawal 1438 || July 2017

হাসান মাহমুদ - আম্বরখানা, সিলেট

৪১২১. Question

আমার বন্ধু নাঈম একদিন কুরআন শরীফের উপর হাত রেখে বলে, আমি কুরআন শরীফ ছুঁয়ে কসম করলাম, আমি আর জীবনেও জাবেরদের বাসায় যাব না। সে মূলত জাবেরের সাথে ঝগড়া করে এ কথা বলে। পরবর্তীতে মিলমিশ হয়ে গেলে সে জাবেরদের বাসায় যায়। জানতে চাচ্ছি, এভাবে কুরআন শরীফ ছুঁয়ে কসম করার কারণে কি তা কসম বলে গণ্য হয়েছে? এবং এটা ভঙ্গ করার কারণে কি তার উপর কাফফারা ওয়াজিব হয়েছে?

 

Answer

হাঁ, ঐ কথা বলার দ্বারা তার কসম সংঘটিত হয়েছে। তাই পরবর্তীতে সে জাবেরদের বাসায় যাওয়ার কারণে তার উক্ত কসম ভঙ্গ হয়ে গেছে। সুতরাং তার কসমের কাফ্ফারা দেওয়া ওয়াজিব।

-ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; রমযুল হাকায়েক ১/২০৫; রদ্দুল মুহতার ৩/৭১২

Read more Question/Answer of this issue