উসামা - কুট্টাপাড়া, বি.বাড়িয়া
৪১২০. Question
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল। তখন আমি বলেছিলাম, আমি সুস্থ হলে কয়েকদিন রোযা রাখার মান্নত করলাম। এখন প্রশ্ন হল, আমার জন্য কি এখন রোযা রাখা আবশ্যক? এবং রোযা রাখতে হলে কয়টা রাখব?
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য রোযা রাখা আবশ্যক। আপনি যেহেতু কয়েকদিন রোযা রাখার মানত করেছেন, তাই ন্যূনতম ৩ টি রোযা রাখতে হবে। আর আপনি যেহেতু রোযা রাখতে সক্ষম তাই মানত পূরণের জন্য রোযাই রাখতে হবে। এক্ষেত্রে রোযা ব্যতীত অন্য কোনোভাবে মানত আদায় হবে না।
-আলমুহীতুল বুরহানী ৬/৩৫৪, ৩৫১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ২/১৬০; আলবাহরুর রায়েক ৪/২৯৭; আদ্দুররুল মুখতার ৩/৭৪২