Shawal 1438 || July 2017

যুলফিকার - টঙ্গী, গাজীপুর

৪১১৯. Question

আমার ভাইয়া ও ভাবীর মাঝে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। একদিন সকালে একটা বিষয়ে কথা কাটাকাটির সময় ভাইয়া বলে উঠল, এই বাড়িতে থাকার অধিকার তোমার নেই। তুমি যদি এ বাড়ি থেকে চলে না যাও তাহলে তুমি তালাক। ভাবী ঐ দিনই বিকালবেলা তার বাবার সাথে তাদের বাড়িতে চলে যায়। আমি জানতে চাচ্ছি, বিকেল পর্যন্ত বিলম্বের কারণে কি ভাবীর উপর তালাক পড়বে?

 

Answer

প্রশ্নোক্ত বর্ণনা অনুযয়ী আপনার ভাবী যেহেতু ঐ দিনই বাবার বাড়ি চলে গেছে। তাই তার উপর কোন তালাক পতিত হয়নি। এক্ষেত্রে স্বামী যেহেতু বাড়ি থেকে বের হওয়ার কোনো সময় নির্ধারণ করেনি তাই বিলম্বের কারণে কোন সমস্যাও হয়নি। উল্লেখ্য যে, তালাক খুবই স্পর্শকাতর ও নিকৃষ্টতম কাজ। তাই এভাবে তালাকের বাক্য উচ্চারণ থেকে বিরত থাকা কর্তব্য।

-আলমাবসূত, সারাখসী ৮/১১৩; আলবাহরুর রায়েক ৪/৩০৫

Read more Question/Answer of this issue