Shawal 1438 || July 2017

মুহাম্মাদ সাইফুল্লাহ - সাভার, ঢাকা

৪১১৮. Question

আমার এক চাচা চার সন্তান রেখে মারা যায়। এবং এ পরিমাণ সম্পদ রেখে যায়, যা প্রত্যেককে বণ্টন করে দিলে প্রত্যেকে এ পরিমাণ সম্পদ পায়, যার দ্বারা প্রত্যেকের উপর হজ্ব ফরয হয়ে যায়। কিন্তু পারিবারিক জটিলতার কারণে এখনো সম্পদ বণ্টন করা হয়নি।

জানার বিষয় হল এ মুহূর্তে তাদের উপর হজ্ব ফরজ হবে কি?

উল্লেখ্য, উক্ত মাসআলায় কিছু মুফতী সাহেবদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে, তাই বিষয়টি দলিল প্রমাণের আলোকে জানতে চাচ্ছি।

 

Answer

মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন না হলেও তাতে ওয়ারিশদের এজমালী মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই প্রশ্নোক্ত অবস্থায় সম্পত্তি যদি বাস্তবেই এ পরিমাণ হয় যে, ওয়ারিশদের মাঝে বণ্টন করা হলে তাদের প্রত্যেকের অংশ দ্বারা তাদের প্রয়োজনীয় খরচাদি বহন করার পরও এতটুকু সম্পদ অবশিষ্ট থাকবে, যার দ্বারা হজ্বের খরচও হয়ে যায় তাহলে সম্পত্তি বণ্টন করা না হলেও তাদের উপর হজ্ব ফরয হয়ে গেছে। এখন তাদের কর্তব্য, যত দ্রুত সম্ভব নিজ নিজ অংশ বুঝে নিয়ে ফরয হজ্ব আদায় করা।

-আহকামুল কুরআন, জাস্সাস ২/১০৫; বাদায়েউস সনায়ে ২/১২৩, ২৯৮; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ১০৬০

Read more Question/Answer of this issue