মুহাম্মাদ সাখাওয়াতুল্লাহ - বরগুনা, বরিশাল
৪১১৭. Question
আমি এ বছর হজ্ব করার ইচ্ছা করেছি। শুনেছি, ইহরাম অবস্থায় সেলাইকৃত কাপড় পরা যায় না। আমি সবসময় প্যান্ট ও পায়জামা পরে অভ্যস্থ। তাই সেলাই ছাড়া লুঙ্গি পড়ে থাকাটা আমার জন্য খুবই কঠিন মনে হচ্ছে। জানতে চাই, ইহরাম অবস্থায় সেলাইকৃত লুঙ্গি পরে থাকলে কি খুব বড় কোনো সমস্যা হয়ে যাবে?
Answer
ইহরাম অবস্থায় সেলাইবিহীন লুঙ্গি পরাই উত্তম। রাসূলুল্লাহ ও সাহাবা থেকে ইহরাম অবস্থায় সেলাইবিহীন লুঙ্গি পরাই প্রমাণিত। অবশ্য কারো যদি সেলাইবিহীন লুঙ্গি পরিধান করলে কষ্ট হয় এবং সতর খুলে যাওয়ার আশংকা থাকে তাহলে সে ব্যক্তি সেলাই করা লুঙ্গিও পরতে পারবে। তবে পায়জামা বা প্যান্ট জাতীয় কোনো কিছু পরা জায়েয হবে না। আর সেলাই করা লুঙ্গি পরলে কোনো দম বা জরিমানা
ওয়াজিব হবে না।
প্রকাশ থাকে যে, এই মাসআলা শুধু লুঙ্গির ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া শরীরের মাপে সেলাইকৃত বা বানানো যে কোনো পোশাক পুরুষের জন্য ইহরাম অবস্থায় পরা নাজায়েয। এ ধরনের কোনো পোশাক বারো ঘণ্টা পরিমাণ সময় পরিধানে রাখলেই দম ওয়াজিব হবে।
-ফাতহুল কাদীর ২/৪৪৩; আহকামে হজ্ব, মুফতি মুহাম্মাদ শফী রাহ. পৃ. ৩৪