যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

মাহফুজুর রহমান - বরিশাল

৪১৫৩. Question

একজন স্ত্রীলোকের মা-বাবা উভয়েই খুব অসুস্থ। টানা অনেকদিন রোগাক্রান্ত থাকায় তারা অনেক দুর্বল হয়ে গেছে। দৈনন্দিন প্রয়োজন পূরণ করার সক্ষমতাটুকুও তাদের নেই। তাই স্ত্রীলোকটি মা-বাবার সেবা-যত্ন করার জন্য তাদের কাছে যেতে চায়; কিন্তু তার স্বামী অনুমতি দেয় না। এ পরিস্থিতিতে সে কি স্বামীর কথা না মেনে মা-বাবার খেদমত করার জন্য যেতে পারবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর কর্তব্য স্ত্রীকে মা-বাবার প্রয়োজনীয় খেদমতের জন্য যেতে দেয়া। কিন্তু স্বামী যদি কিছুতেই যাওয়ার অনুমতি না দেয়, আর মা-বাবার এমন কোনো সন্তান বা এমন কেউ না থাকে যে তাদের সেবাযত্ন করবে তাহলে মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়াই মা-বাবার খেদমতে যাওয়া জায়েয হবে। কেননা স্ত্রীর উপর যেমনিভাবে স্বামীর হক আছে তেমনি সন্তানের উপর পিতা-মাতারও শরীয়ত কর্তৃক কিছু নির্ধারিত হক আছে। বিয়ের পরও সেসব হক অবশিষ্ট থাকে। তাই মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে বা বেশি অসুস্থ হয়ে পড়লে এবং মেয়ে ছাড়া অন্য কেউ সেবা করার মত না থাকলে তার কর্তব্য হয়ে যায় তাদের খেদমত করা। এক্ষেত্রে স্বামীর বাধা দেয়ার অধিকার নেই।

-ফাতাওয়া খানিয়া ১/৪৪৩; আলমুহীতুল বুরহানী ৪/২৩৬;  আদ্দুররুল মুখতার ৩/৬০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩০৮; ফাতহুল কাদীর ৪/২০৮; আলবাহরুর রায়েক ৪/১৯৫

Read more Question/Answer of this issue