যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

বশির আহমাদ - রাজাপুর, ঝালকাঠী

৪১৪৯. Question

অনেক দিন আগের ঘটনা। একদিন রান্নার সময় দেখি, বাসায় লবণ নেই। তাই পাশের বাসা থেকে এক প্যাকেট লবণ ধার নেই। সেটি আর পরিশোধ করা হয়নি। এদিকে কিছুদিন হল লবণের দাম অনেক বেড়ে গেছে। প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখন কি আমাকে দাম বেশি হলেও এক কেজি লবণই পরিশোধ করতে হবে নাকি পূর্বের মূল্য বা সে হিসেবে বর্তমানে যে পরিমাণ লবণ হয় তা পরিশোধ করলেও চলবে?

 

Answer

কোনো বস্তু ধার নিলে নিয়ম হল, হুবহু ঐ বস্তুই সমপরিমাণ ফেরৎ দেওয়া। তাই বর্তমান বাজারে লবণের মূল্য বেশি হলেও আপনাকে সমপরিমাণ লবণই পরিশোধ করতে হবে। এর চেয়ে কম দেওয়া বা পূর্বের মূল্য দেওয়া জায়েয হবে না।

-আলমুহীতুল বুরহানী ২৩/২০৮; রদ্দুল মুহতার ৫/১৬১-১৬২

Read more Question/Answer of this issue