মুহাম্মাদ রিদওয়ানুল ইসলাম - শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
৪১৪৭. Question
আমাদের বাড়ির পেছনের দিকে এক কোণায় আমাদের মা-বাবা এবং দাদা-দাদির কবর আছে। সেখানে আমাদের অন্যান্য আত্মীয়-স্বজনেরও বেশ পুরোনো কিছু কবর আছে। সেগুলো আমাদের জন্মেরও বেশ আগের। অন্তত ৭০/৮০ বছরের পুরোনো হবে কবরগুলো। কবরের জায়গার পাশেই আমাদের একটি আম বাগান আছে। আমার ভাইয়েরা চাচ্ছে, কবরগুলো যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে তাই সেগুলোকে আম বাগানের অন্তর্ভুক্ত করে নিতে। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ের সঠিক বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত কবরের জায়গা যদি ওয়াকফকৃত না হয় বরং আপনাদের মালিকানাধীন হয় এবং কবরগুলো অনেক পুরোনো হয়ে গিয়ে থাকে তাহলে কবরগুলোকে সমান করে দিয়ে সেখানে ফলের গাছ লাগানো বা চাষাবাদ করা বৈধ হবে। এক্ষেত্রে যদি মাটির উপর কবরের চিহ্ন থাকে তবে তা সমান করে দিবেন। মাটি খনন করার সময় হাড় জাতীয় কোনো কিছু পাওয়া গেলে তা অন্যত্র দাফন করে দিবেন। আর যে কবরগুলো এখনো অনেক পুরোনো হয়নি সেগুলোর উপর চাষাবাদ করা যাবে না। এগুলোর পুরোনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; আলবাহরুর রায়েক ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/২৩৮; ইমদাদুল ফাতাওয়া ১/৪৯৯; ফাতাওয়া রাহীমিয়া ৭/৬৯