আব্দুল করীম - ওয়েব থেকে প্রাপ্ত
৪১৪৬. Question
আমাদের মসজিদের সামনে একটি কবরস্থান আছে। মসজিদের দ্বিতীয় তলার সিঁড়ি বানানোর উপযুক্ত জায়গা নেই। এমতাবস্থায় নিচে ফাঁকা বা কবর রেখে উপরে দ্বিতীয় তলার জন্য সিঁড়ি বানানো যাবে কি না?
Answer
সাধারণ অবস্থায় কবরের উপর ছাদ দেওয়া নিষেধ। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের সিঁড়ির জন্য যদি বিকল্প কোনো ব্যবস্থাই না থাকে তবে ঐ স্থানেও সিঁড়ি বানানো যাবে। এক্ষেত্রে কবরস্থান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিবে। এবং সিঁড়ির নিচে স্পষ্টত কোনো কবরের চিহ্ন রাখা যাবে না; বরং জায়গাটি সমতল করে দিবে এবং সিঁড়ির নিচে নতুন করেও কোনো কবর দেয়া যাবে না। অর্থাৎ পুরনো কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে সিঁড়ি বানানো যাবে।
-রদ্দুল মুহতার ৪/৩৭৯; উমদাতুল কারী ৪/১৭৯