যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

রিয়াজ মাহমুদ - নাটোর

৪১৪৩. Question

আমার ছোট খালার বিয়ে হয় জেনারেল শিক্ষিত এক ফ্যামিলিতে, দ্বীনদারীতে যারা একদম শূন্যের কোঠায়। তাছাড়া তাদের ঘরের পরিবেশও ততো ভালো নয়। খালাকেও তারা দ্বীন থেকে সরে আসতে বাধ্য করে। এমনকি এক পর্যায়ে বোরখা পর্যন্ত পরতে দেয় না।

অনেক বুঝিয়েও কোনো লাভ না হওয়ায় আমার বড় মামা, খালাকে ঐ বিয়ে থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে তাদের তালাকও হয়ে যায়। কিন্তু সমস্যা দেখা যায় খালার দু‘বছরের ছোট ছেলেটিকে নিয়ে। শ্বশুর বাড়ীর লোকেরা জোর করে তাকে নিয়ে যায়। আমরা কয়েক বছরের জন্য রাখতে চাইলেও তারা সম্মত হয় না।

আমরা জানতে চাই, ইসলামের দৃষ্টিতে এই ছেলের উপর বেশি অধিকার কার? মায়ের না বাবার? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলের সাত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তার মা তাকে লালন পালনের জন্য নিজের কাছে রাখতে পারবে। মার সম্মতি ছাড়া ছেলেকে নিয়ে যেতে পারবে না। তবে ঐ ছেলের মাহরাম নয় এমন কারো সাথে যদি মহিলার বিয়ে হয়ে যায় তাহলে মহিলা এই সন্তানকে তার লালন-পালনে রাখার অধিকার রাখবে না।

হাদীস শরীফে এসেছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকপ্রাপ্ত এক নারীকে লক্ষ্য করে বলেন,

أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي.

তুমি ছেলের ব্যাপারে অধিক হকদার অন্যত্র বিয়ে করা পর্যন্ত। (সুনানে আবু দাউদ, হাদীস ২২৭৬)

-আলজামেউস সগীর পৃ. ১২৭; তাবয়ীনুল হাকায়েক ৩/২৯৫; আলবাহরুর রায়েক ৪/১৬৯; রদ্দুল মুহতার ৩/৫৬৬

Read more Question/Answer of this issue