Rajab 1431 || July 2010

মুহাম্মাদ রফিকুল ইসলাম - ময়মনসিংহ

১৯৭৯. Question

আমি একজনের কাছে ১০০/-টাকা পেতাম। সে টাকাটা নিয়েছিল আমাকে একটি জিনিস কিনে দিবে বলে। কিন্তু সে তা কিনে দেয়নি। টাকা চাইলে সে একাধিকবার তারিখ করেও তা পরিশোধ করেনি। এখন আমার বিষয় হল, আমি কি সে টাকা যাকাত হিসেবে ধরতে পারব? উল্লেখ্য যে, সে যাকাত গ্রহণের যোগ্য।

Answer

প্রশ্নোক্ত ১০০/-টাকা যাকাত হিসাবে গণনা করা যাবে না; বরং আপনার উপর ফরয হওয়া যাকাতের সমুদয় অর্থ পৃথকভাবে আদায় করা ফরয। তবে উক্ত দেনাদারকে যাকাতের অর্থ দেওয়ার পর তা থেকে নিজের পাওনা উসুল করা যাবে।

খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; বাদায়েউস সানায়ে ২/১৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭১; ফাতাওয়া খানিয়া ১/২৬৩; আলবাহরুর রায়েক ২/২১১; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৬৫; রদ্দুল মুহতার ২/২৭১

Read more Question/Answer of this issue