যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

উম্মে শাকীল - পরশুরাম, ফেনী

৪১৪১. Question

গত বছর আমি আমার বড় ভাইয়ের সাথে হজ্বে যাওয়ার সিদ্ধান্ত নেই। সফরের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। ফ্লাইটের মাত্র পাঁচদিন আগে আমার স্বামী ইন্তেকাল করে। তখন কেউ কেউ আমাকে হজ্বে না গিয়ে বাড়িতে থেকে ইদ্দত পালন করতে বলে। আমি তাদের কথা না শুনে নির্দিষ্ট তারিখে হজ্বের সফরে বের হয়ে যাই। জানার বিষয় হল, ইদ্দতের ভেতর হজ্ব করার দ্বারা কি আমার ফরয হজ্ব আদায় হয়েছে? জানালে উপকৃত হব।
 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দত পালন করা আপনার ওয়াজিব ছিল। তাই ইদ্দতের ভেতর হজ্ব করার কারণে আপনার গুনাহ হয়েছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَ الَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَ یَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّ عَشْرًا

তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায় তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। (সূরা বাকারা (২) : ২৩৪)

অবশ্য গুনাহ হলেও আপনার হজ¦ আদায় হয়ে গেছে।

প্রকাশ থাকে যে, শরীয়তের হুকুম মেনে নিয়ে এ বছর যদি ইদ্দত পালন করতেন আর হজ্ব পরের বছর পালন করতেন তাহলে দুটি হুকুমই পালন করা হতো। দ্বীনী বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কোনো বিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া আবশ্যক। অন্যথায় ভুল হয়ে যাওয়ার আশংকা থাকে।

-জামে তিরমিযী, হাদীস ১৩০৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১৪৮৬৫; মাবসূত, সারাখসী ৪/১১১; বাদায়েউস সানায়ে ২/৩০১; রদ্দুল মুহতার ২/৪৬৫; গুনয়াতুন নাসিক পৃ. ২৯

Read more Question/Answer of this issue