যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

ছলীমুল্লাহ শেখ - উত্তরখান, ঢাকা

৪১৩৮. Question

আমার উপর বেশ কিছু টাকা যাকাত এসেছে। কয়েকজন মাদরাসার ছাত্র ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। কথা প্রসঙ্গে তাদের কাছ থেকে জানতে পারলাম, বর্তমানে মাদরাসার পাঠ্যপুস্তকগুলোর দাম অনেক বেশি। বিশেষত এ কিতাবগুলোর যে সকল ব্যাখ্যাগ্রন্থ বৈরুত, মিশর, পাকিস্তান, হিন্দুস্তান ইত্যাদি রাষ্ট্র থেকে ছেপে আসে সেগুলো ক্রয় করে উপকৃত হওয়া অর্থের অভাবে অনেক মেধাবী ছাত্রের পক্ষেই সম্ভব হয় না। তাই আমি চাচ্ছি আমার উক্ত যাকাতের টাকা দিয়ে এ ধরনের প্রয়োজনীয় কিছু কিতাব কিনে গরীব মেধাবী ছাত্রদের দিব। জানতে চাচ্ছি, এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা আমার যাকাত আদায় হবে কী?

 

Answer

হাঁ, যাকাতের টাকা দিয়ে কিতাব ক্রয় করে গরীব ছাত্র, যাদের প্রয়োজন আছে তাদেরকে দিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে। এবং এতে দ্বীনী কাজে সহায়তার সওয়াবও পাওয়া যাবে। তবে কোনো পাঠাগার বা প্রতিষ্ঠানে যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে দেয়া যাবে না।

-মাবসূত, সারাখসী ২/১৫৬; বাদায়েউস সানায়ে ২/১৪৬; ফাতহুল কাদীর ২/১৪৪; তাবয়ীনুল হাকায়েক ২/৫৮;  আলবাহরুর রায়েক ২/২২১; আদ্দুররুল মুখতার ২/২৫৭, ২৮৫, ২৯৭, ৩৪৪

Read more Question/Answer of this issue