যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

শাশীম নূর শামী - শহীদী মসজিদ রোড, কিশোরগঞ্জ

৪১৩৭. Question

আমার বড় আপু শারীরিকভাবে ভীষণ দুর্বল হওয়ায় গত রমাযানে আব্বু তাকে রোযা রাখতে নিষেধ করেন। তারপরও সে রোযা রাখে। কিন্তু প্রথম রোযার দিন ভুলে সে দুপুরবেলা খাওয়া শুরু করে দেয়। আমি তৎক্ষণাত তাকে রোযার কথা মনে করিয়ে দেই। কিন্তু আম্মু আমার উপর খুব রেগে যান। এবং ধমক দিয়ে বলেন, রোযাদার ভুলে কিছু খেতে গেলে তাকে মনে করিয়ে দিতে হয় না। সত্যিই কি আপুকে মনে করিয়ে দেয়া আমার অন্যায় হয়েছে?
 

Answer

শক্ত সামর্থ্যবান রোযাদার ব্যক্তিকে ভুলবশত পানাহার করতে দেখলে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দেয়া কর্তব্য। এমন ব্যক্তিকে রোযার কথা স্মরণ না করানো মাকরূহ তাহরীমী। আর যদি রোযাদার নিতান্তই দুর্বল হয় তাহলে তাকে ভুলবশত খেতে দেখলে রোযার কথা মনে না করানোই ভালো।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বোন যেহেতু শারীরিকভাবে দুর্বল ছিল তাই তাকে রোযার কথা স্মরণ না করানোই ভালো ছিল। তবে স্মরণ করানোর কারণে আপনার কোনো গুনাহ হয়নি।

-তাবয়ীনুল হাকায়েক ২/১৬৭; আলবাহরুর রায়েক ২/২৭১; মাজমাউল আনহুর ১/২০২; রদ্দুল মুহতার ২/৩৯৫

Read more Question/Answer of this issue