যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

মুসাদ্দেক বিল্লাহ - ডেমরা, ঢাকা

৪১৭৯. Question

হাতে বা পায়ে অনেককে উলকি অংকন করাতে দেখা যায়। এগুলো কি জায়েয? হোক সে নারী বা পুরুষ। দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

 

 

Answer

নারী-পুরুষ কারো জন্যই শরীরে উলকি অংকন করানো জায়েয নেই। এটা বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। হাদীস শরীফে এ ধরনের কাজ থেকে নিষেধ করা হয়েছে। ৬৩

-সহীহ বুখারী, হাদীস ৫৯৪৪, ৫৯৩৭; ফাতহুল বারী ০/৩৮৫; কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ ২/৭

Read more Question/Answer of this issue