যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

মোবারক সরদার - মোহাম্মদপুর, ঢাকা

৪১৭৬. Question

আমার একটি প্রাইভেট কার আছে। আমি এটি ভাড়ায় দিয়ে থাকি। অনেক সময় এমন হয় যে, কেউ সারা দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছে। কিন্তু সারা দিনে মাত্র ১/২ ঘণ্টা গাড়ি ব্যবহার করেছে। অবশিষ্ট সময় কোনো কারণে গাড়িটির আর প্রয়োজন হয়নি। এমন ক্ষেত্রে দিন শেষে গাড়ি ফিরিয়ে দেয়ার সময় অনেকে অনুরোধ করে কিছু টাকা কম রাখতে। জানতে চাই, এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

 

Answer

গাড়িটি যদি সারাদিন ব্যবহার উপযোগী থাকে তবে ভাড়াগ্রহীতা যেহেতু পূর্ণ সময় ব্যবহারের সুযোগ পেয়েছে তাই পূর্ণ ভাড়া পরিশোধ করা তার কর্তব্য হবে। আপনি স্বেচ্ছায় না কমালে তাকে পূর্ণ ভাড়াই দিতে হবে। তবে আপনি চাইলে নিজ থেকে কিছু ভাড়া কমিয়ে দিতে পারেন।

-আলমুহীতুল বুরহানী ১১/২২৫; তাবয়ীনুল হাকায়েক ৬/৮১; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১৩; আলবাহরুর রায়েক ৭/৩০০

Read more Question/Answer of this issue