যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

নাম প্রকাশে অনিচ্ছুক - দেওয়ানগঞ্জ, জামালপুর

৪১৭৪. Question

ডিশ লাইনে চাকরি করে উপার্জিত টাকা হালাল না হারাম? সে টাকা যদি কেউ তার বোনকে অথবা ভগ্নিপতি প্রয়োজন পুরা করতে দেয় তাহলে তাদের জন্য তা হালাল হবে? দয়া করে জানালে খুবই উপকৃত হবো। বড় বিপদে আছি।
 

Answer

বর্তমানে ডিশ লাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে অশ্লীলতা ও বেহায়াপনার প্রদর্শনেই ব্যবহার হয়ে থাকে। এটি অশ্লীলতা ছড়ানোর অন্যতম মাধ্যম। ডিশের সংযোগ স্থাপন করা মানেই গুনাহের কাজে অন্যকে সহযোগিতা করা।

তাই ডিশ সংযোগ দেওয়া নাজায়েয, এবং এতে চাকুরি করাও নাজায়েয। এর থেকে অর্জিত আয় অবৈধ। এই টাকা কোনো সামর্থ্যবান ব্যক্তিকে দিলে তার জন্য জেনে শুনে তা গ্রহণ করা ও ব্যবহার  করা জায়েয হবে না। অবশ্য প্রশ্নোক্ত ক্ষেত্রে বোন ও ভগ্নিপতি যদি দরিদ্র হয় তাহলে তারা এ টাকা নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

-আদ্দুররুল মুখতার ৬/৩৯১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪২৫; জাওয়াহিরুল ফিক্হ ২/৪৩৯-৪৫৩

Read more Question/Answer of this issue