মোহাম্মাদ হানজালা - মিরপুর, ঢাকা
৪১৭৩. Question
আমার একটি কাঠমিস্ত্রির দোকান আছে। যা একটি বড় মাদরাসার পাশে। অনেক সময় ছাত্ররা টেবিল বানানোর অর্ডার দিয়ে যায়। কিন্তু যে তারিখে নিয়ে যাওয়ার কথা ঐ তারিখে আর টেবিল নিতে আসে না।
ক. জানার বিষয় হলো, আমি কি ঐ টেবিল অন্যত্র বিক্রি করতে পারব?
খ. যদি অন্যত্র বিক্রি করা জায়েয হয় তাহলে অর্ডার নেয়ার সময় যে মূল্য নির্ধারণ করা হয়েছে এর বেশি মূল্যে বিক্রি করতে পারবো কি? দয়া করে জানিয়ে উপকার করবেন।
Answer
অর্ডারী বস্তু প্রস্তুত হওয়ার পর অর্ডারদাতা তা দেখে চূড়ান্ত করার আগ পর্যন্ত তাতে ঐ ব্যক্তির অধিকার সৃষ্টি হয় না। তাই নেওয়ার সময় পার হয়ে যাওয়ার পরও লোকটি যদি না আসে তাহলে তা অন্যত্র বিক্রি করতে পারবেন। এছাড়া যদি অর্ডারদাতার কাক্সিক্ষত বস্তু যথাযথভাবে বানিয়ে দিতে পারেন এবং আপনার ওয়াদা ভঙ্গ না হওয়ার ব্যাপারে নিশ্চিত হোন তাহলে ঐ ব্যক্তি বস্তুটি দেখে চূড়ান্ত করার আগেও তা বিক্রি করতে পারবেন। এবং উভয়ক্ষেত্রে ন্যায়সঙ্গত যে কোনো দামে তা বিক্রি করা যাবে। এ মূল্য পূর্বের ব্যক্তির সাথে ঠিক করা দামের চেয়ে কম-বেশিও হতে পারে।
-বাদায়েউস সনায়ে ৪/৯৫; আলবাহরুর রায়েক ৬/১৭১; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০৮; ফাতহুল কাদীর ৬/২৪৩; আদ্দুররুল মুখতার ৫/২২৫