যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

মুহাম্মাদ সোহেল রানা - পটিয়া, চট্টগ্রাম

৪১৭২. Question

আমি আমার বন্ধুর নিকট থেকে ১০ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। কথা হয়েছে, মোট মুনাফার অর্ধেক তার, আর অর্ধেক আমার। এ বিষয়ে দুটি মাসআলা জানতে চাই।

১. প্রতিদিন বাসা থেকে দোকানে আসা-যাওয়ার খরচ ব্যবসায়িক খরচের অন্তর্ভুক্ত হবে কি না?

২. বিভিন্ন সময় ব্যবসায়িক প্রয়োজনে  যেমন : মাল ক্রয়-বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন স্থানে যেতে হয়। তো এ সময়ের কোন কোন খরচ ব্যবসায়িক খরচ হিসেবে গণ্য হবে?

Answer

১. বাসা থেকে দোকানে আসা-যাওয়ার খরচ ব্যবসায়িক খরচের অন্তর্ভুক্ত নয়। তাই আপনি এ খরচ ব্যবসার টাকা থেকে নিতে পারবেন না।

২. ব্যবসার প্রয়োজনে কোথাও গেলে সেখানে সরাসরি ব্যবসার সাথে সম্পৃক্ত যেসব খরচ হয় যেমন নিজের যাতায়াত ভাড়া, থাকা-খাওয়া, শ্রমিক ও পরিবহণ ইত্যাদি ব্যবসার খরচ বলে গণ্য হবে। তবে এক্ষেত্রেও আপনার স্তরের ব্যবসায়ীগণ যাতায়াত ও থাকা-খাওয়া ইত্যাদি সুবিধার ক্ষেত্রে সাধারণত যে মানের খরচ করে থাকে আপনিও তেমনটা করতে পারবেন। এর বেশি খরচ করতে পারবেন না।

-আলমাবসূত, সারাখসী ২২/৬২; বাদায়েউস সনায়ে ৫/১৪৮

Read more Question/Answer of this issue