যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

সালিম মারজান - দঁড়াটানা, যশোর

৪১৬৬. Question

একজন মাওলানা সাহেবের কাছ থেকে পড়ার জন্য দুটি বই এনেছিলাম। বইদুটি খুবই চমৎকার। আমার এক বন্ধু বইদুটি পড়ার জন্য আমার কাছ থেকে নিতে চায়। আমি বললাম, মালিকের অনুমতি নিয়ে নেই। কিন্তু মাওলানা সাহেব দূরের সফরে থাকায় এবং তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় আমি তার অনুমতি নিতে পারিনি। আর তিনি আমাকে বইদুটি দেয়ার সময় অন্য কাউকে দিতে নিষেধও করেননি। তাই আমি তার অনুমতি ছাড়াই বইদুটি বন্ধুকে পড়তে দিয়েছি।

জানতে চাচ্ছি, মালিকের অনুমতি ছাড়া বন্ধুকে বইদুটি পড়তে দেয়া আমার জন্য জায়েয হয়েছে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

 

Answer

বইদুটির মালিকের সাথে যদি আপনার এতটুকু ঘনিষ্ঠতা থাকে যে, আপনি অন্যকে তা পড়তে দিয়েছেন জানলে তিনি অসন্তুষ্ট হবেন না বলে আপনার বিশ্বাস থাকে তবে সেক্ষেত্রে বইদুটি আপনার বন্ধুকে পড়তে দেয়া জায়েয হয়েছে। কিন্তু মালিকের অসম্মতির আশংকা থাকলে কিংবা যাকে দেয়া হয়েছে সে যত্ন সহকারে তা ব্যবহার না করার সম্ভাবনা থাকলে মালিকের অনুমতি ছাড়া তাকে দেওয়া ঠিক হয়নি।

-আলমাবসূত, সারাখসী ১১/১৪০; রদ্দুল মুহতার ৫/৬৮০

Read more Question/Answer of this issue