যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

খুরশিদ আলম - লালমনিরহাট

৪১৬৫. Question

গত বছর গ্রামে মাহফিলের পোস্টার ছাপানোর জন্য একটি ছাপার দোকানে যোগাযোগ করি। দরদামের পর চার কালারের ৫০০ পোস্টার বাবদ ২৩০০ টাকা নির্ধারিত হয় এবং সে মতে কাজ সম্পন্ন হয়।

কিছুদিন আগে ভিন্ন একটি কাজে তার দোকানে গেলে সে আমাকে বলে যে, ঐ সময় তার ভুল হয়েছিল। এজন্য তার ৮০০ টাকা লস হয়েছে। তাই সে আমাকে ঐ ৮০০ টাকা দিতে অনুরোধ জানায়।

এদিকে আমাদের মাহফিলের কার্যক্রম শেষ এবং এর টাকাও অবশিষ্ট নেই। বরং কিছু টাকা এখনো ঋণ আছে। এমতাবস্থায় আমার জন্য তার টাকা পরিশোধ করা কি আবশ্যক?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দোকানদারকে অতিরিক্ত ৮০০ টাকা দিতে বাধ্য নন। তবে বাস্তবেই যদি লোকটি ভুল হিসাব করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়, তাহলে সম্ভব হলে তাকে ঐ টাকা প্রদান করা উত্তম হবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩২৮; গামযু উয়ূনিল বাসাইর, হামাবী ১/২৩৬; মাজমুআতু রাসাইলি ইবনি আবিদীন ২/৭০

Read more Question/Answer of this issue