Safar 14439 || November 2017

মাসউদ - বরগুনা

৪২৪০. Question

আমার চাচার একটি জমি আছে। সেখানে তিনি আগে সবজি চাষ করতেন। কিন্তু গত দুই-তিন বছরে তিনি তাতে সবজি চাষ করেননি। ফলে তাতে ঘাস জন্মেছে। এখন তিনি সেই জমি অন্য কাজে লাগাবেন। তাই তিনি তাতে জন্মানো  ঘাস বস্তা বস্তা আকারে বিক্রি করতে চাচ্ছেন। এজন্য দুই-তিনজন কৃষককে বলেছেন, তারা যদি ঘাস কিনতে চায়, তাহলে বস্তা প্রতি ৫০ টাকা করে দিয়ে তারা যেন সেই জমি থেকে ঘাস কেটে নিয়ে যায়। আমার প্রশ্ন হল, এভাবে ঘাস বিক্রি করা কি বৈধ হবে?

 

Answer

ঐ ঘাসগুলো জমিতে থাকা অবস্থায় আপনার চাচার জন্য তা বিক্রি করা বৈধ হবে না। কেননা, ঘাসগুলো  এমনিতেই হয়েছে। তাতে আপনার চাচার শ্রম বা অর্থ  ব্যয় হয়নি। তাই জমিটি আপনার চাচার হলেও ঘাসগুলোতে তার মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। আপনার চাচা যদি ঐ ঘাস বিক্রি করতে চান, তাহলে তাকে তা কেটে নিতে হবে। এরপর তা বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য যে, চাষকৃত ঘাসের হুকুম এমন নয়। বরং যে চাষ করবে সেই এর মালিক। তাই এমন ঘাস জমিতে রেখেও বিক্রি করা জায়েয আছে।

Ñআলমুহীতুল বুরহানী ৯/৩২১; আলবাহরুর রায়েক ৬/৭৭; বাদায়েউস সনায়ে ৪/৩৩৯; আদ্দুররুল মুখতার ৫/৬৬

Read more Question/Answer of this issue