Safar 14439 || November 2017

জামীল আহমাদ - তেজগাঁও, ঢাকা

৪২৩৮. Question

আমি কাপড়ের পাইকারি ব্যবসায়ী। আমি ফ্যক্টরী থেকে ২৫-৩০ হাজার পিস গেঞ্জি একসাথে ক্রয় করি। যখন আমার গোডাউনে ২৫-৩০ কার্টুন গেঞ্জি আসে তখন সব গেঞ্জি চেক করা সম্ভব হয় না। আমরা ৮-১০ টা কার্টুন থেকে কয়েকটা গেঞ্জি চেক করি। তখন কোনো কার্টুনে যদি কোনো একটি গেঞ্জিতে খুঁত পাওয়া যায় তাহলে আমরা ঐ কার্টুনের সব গেঞ্জি ফেরত পাঠিয়ে দেই। এভাবে কখনো কখনো ২৫-৩০ কার্টুন থেকে ২-৩ টি কার্টুন ফেরত দিয়ে বাকিগুলো গোডাউনে তুলি। এখন আমার প্রশ্ন হল, আমাদের ব্যবসার উক্ত পদ্ধতি কি জায়েয আছে? নাকি আমরা সমস্ত পণ্য রাখতে বা ফেরত দিতে বাধ্য?

 

Answer

প্রশ্নোক্ত বর্ণনায় মনে হচ্ছে এভাবে এক-দুটি কার্টুন ফেরত দেওয়া আপনাদের ব্যবসায় রেওয়াজ রয়েছে এবং এতে ক্রেতা-বিক্রেতা কারও আপত্তি থাকে না। সুতরাং খুঁতওয়ালা কার্টুন ফেরত দিয়ে ভালোগুলো রেখে দেওয়া জায়েয হবে।

Ñআলমাবসূত, সারাখসী ১৩/১০২; আলমুহীতুল বুরহানী ১০/১০৬; ফাতাওয়া হিন্দিয়া ৩/৮১

Read more Question/Answer of this issue