Safar 14439 || November 2017

জাহেদ হাসান - ওয়েব থেকে প্রাপ্ত

৪২৩৭. Question

আমি একটি মাল্টিলেভেল মার্কেটিং (গখগ) কোম্পানিতে কাজ করতাম। এখানে ২জন লোক জয়েনিং করানোর পর তারা যতজন লোককে পরবর্তীতে জয়েন করাবে তাদের থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকার এমাউন্ট পেতেই থাকব। যদিও আমি কোনো কাজ না করি। পরবর্তীতে আমি জানতে পেরেছি, এটা নাকি হারাম। শরীয়তের দৃষ্টিতে এই (গখগ) কোম্পানিগুলো থেকে এভাবে পাওয়া টাকাগুলো আমার জন্য হালাল হবে নাকি হারাম? বিস্তারিত জানতে চাই।
 

Answer

মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি শরীয়তসম্মত নয়। এতে শরীয়ত নিষিদ্ধ আলগারার, উজরত বিলা আমাল (শ্রমবিহীন বিনিময়) ও আকলুল মাল বিলবাতিল অর্থাৎ শরীয়ত নিষিদ্ধ পন্থায় অর্থ অর্জন করার মত বড় বড় খারাবী বিদ্যমান আছে।

সুতরাং এই অবৈধ মার্কেটিং পদ্ধতিতে যে টাকা অর্জিত হবে তা জায়েয হবে না। না বুঝে কেউ এমন টাকা গ্রহণ করে ফেললে তা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে।

Ñসূরা নিসা (৪) : ২৯; আহকামুল কুরআন, জাস্সাস ২/১৭২; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৬৯; মুসনাদে আহমাদ, হাদীস ৩৭৮৩; রদ্দুল মুহতার ৫/৯৯

Read more Question/Answer of this issue