শেখ আসলাম - ফরিদপুর
৪২৩৩. Question
আমরা অনেক সময় দেখি, দোকানদার বা তার কর্মচারীরা পণ্য বিক্রয়ের সময়ই বলে দেয়, এখনই ভালোভাবে দেখে নিন। পরবর্তীতে কোনো সমস্যার কারণে আপত্তি করলে বা পণ্য ফেরত দিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা এ ব্যাপারে দায়মুক্ত। জানতে চাই, এ ধরনের শর্ত দিয়ে পণ্য বিক্রয় করার বিধান কী?
Answer
এ ধরনের শর্তের সাথে পণ্য বিক্রয় করা জায়েয আছে। ক্রেতা এ শর্ত মেনে নিয়ে ক্রয় করলে পরবর্তীতে পণ্যে কোনো সমস্যা দেখা দিলে পণ্যটি ফেরত দেওয়ার বা ত্রুটির কারণে কিছু মূল্য ফেরত নেওয়ার সুযোগ থাকবে না।
Ñমুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৩৩৭; শরহু মুখতাসারিত তহাবী ৩/৭২; খুলাসাতুল ফাতাওয়া ৩/৬৯; আলমুহীতুল বুরহানী ১০/১৫৬; বাদায়েউস সনায়ে ৪/৫৪৮