Safar 14439 || November 2017

মুহাম্মাদ কুদরাতুল্লাহ - ওয়েব থেকে প্রাপ্ত

৪২২৬. Question

হুযুর! আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি পথে কোনো শিশুকে পড়ে থাকতে দেখে তাকে নিয়ে লালন পালন করে বড় করল। এখন সে প্রাপ্তবয়স্ক হয়ে পরিচয়পত্রে বাবা হিসেবে ঐ ব্যক্তির নাম ব্যবহার করতে পারবে কি? যদি না পারে তাহলে সে পিতার নামে কী লিখবে?

 

Answer

ওয়া আলাইকুমুস সালাম। নিজ পিতার স্থলে যে লালনপালন করছে তার নাম লেখা বা পিতা হিসেবে পরিচয় দেওয়া জায়েয হবে না। পালক পুত্রদের ব্যাপারে শরীয়তের হুকুম হল, তারা নিজ জন্মদাতা পিতার নামেই পরিচিত হবে। পিতৃপরিচয় জানা না থাকলে মুসলমানদের দ্বীনী ভাই হিসেবে পরিচিত হবে। কোনো অবস্থাতেই জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে নিজ পিতা হিসেবে পরিচয় দেয়া যাবে না।

আল্লাহ তাআলা ইরশাদ করেনÑ

اُدْعُوْهُمْ لِاٰبَآىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ وَ مَوَالِیْكُمْ .

তোমরা পালকপুত্রদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এ পদ্ধতিই আল্লাহর কাছে পরিপূর্ণ ন্যায়সঙ্গত। তোমাদের যদি তাদের পিতৃপরিচয় জানা না থাকে তবে তারা তোমাদের দ্বীনী ভাই ও তোমাদের বন্ধু। Ñসূরা আহযাব (৩৩) : ৫

সা‘দ বিন আবী ওয়াক্কাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ.

যে নিজ পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে পরিচয় দেয়, অথচ সে জানে যে, ঐ ব্যক্তি তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। Ñসহীহ বুখারী, হাদীস ৬৭৬৬

প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত শিশুটি যেহেতু তার পিতার নাম জানেই না, তাই নিজ থেকে কোনো একটি নাম নির্ধারণ করে নিবে। যেমন, আবদুল্লাহ (‘আল্লাহর বান্দা’  অর্থে) লিখবে। কিন্তু পিতার স্থানে যে লালনপালন করছে তার নাম লিখতে পারবে না।

Ñআহকামুল কুরআন, জাস্সাস ৩/৩৫৪; আলজামে লিআহকামিল কুরআন, কুরতুবী ১৪/৮০; ফাতহুল বারী ১২/৫৪

Read more Question/Answer of this issue