Safar 14439 || November 2017

জাহিদুল কবির ভূইয়্যা - ওয়েব থেকে প্রাপ্ত

৪২২৩. Question

সন্তান যদি ব্যাংকে চাকরী করে তবে কি সন্তানের বেতনের টাকায় তার বাবা-মা হজ্ব করতে পারবে? জানালে কৃতজ্ঞ হব।

 

Answer

ব্যাংকের চাকুরী থেকে উপার্জিত টাকা হালাল নয়। আর হারাম টাকা দ্বারা হজ্ব করলে তা কবুল হয় না। তাই সন্তানের ব্যাংকের চাকুরি থেকে উপার্জিত টাকা দ্বারা বাবা-মা হজ্ব করতে পারবে না। এমনকি ছেলে নিজেও এ টাকা দিয়ে হজ্ব করবে না। বরং পবিত্র হালাল টাকা দিয়ে হজ¦ করবে। মুসলমানের জন্য হারাম পন্থায় উপার্জন করা এবং তা দ্বারা জীবিকা নির্বাহ করা থেকে বেঁচে থাকা জরুরি।

Ñআদ্দুররুল মুখতার ২/৪৫৬; আলবাহরুর রায়েক ২/৩০৯; মানাসিক, মোল্লা আলী আলকারী পৃ. ০৮

Read more Question/Answer of this issue