আশরাফ হোসাইন - সদর মোমেনশাহী
৪২২১. Question
এ বছর হজে¦র সময় ফরজ তাওয়াফের পূর্বে আমার পা অনেকটা কেটে যায়। ফরজ তাওয়াফ করার সময় ক্ষত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ে। তখন তাওয়াফ ছেড়ে দিয়ে ক্ষত স্থান ভালোভাবে ব্যান্ডেজ করে নতুন করে অযু করে তাওয়াফ করি। তাওয়াফের পর মীনায় চলে যাই। মীনায় যাওয়ার পর দেখি জামার পেছনে প্রায় এক বিঘত পরিমাণ জায়গায় রক্ত লেগে আছে। জামায় রক্ত কোন্ সময় লেগেছে তা নিশ্চিতভাবে জানা নেই। তবে আমার প্রবল ধারণা হল, তাওয়াফের সময় যখন রক্ত গড়িয়ে পড়েছিল তখন লেগেছে অথবা ব্যান্ডেজ করার সময় লেগেছে। কারণ ব্যান্ডেজ করার পর আর রক্ত বের হয়নি।
মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, কাপড়ে রক্ত লেগে থাকলে ঐ কাপড় পরে তাওয়াফ করা সহীহ কি না? এবং ঐ কাপড় পরে তাওয়াফ করলে কোনো জরিমানা দিতে হবে কি না? আর উপরে বর্ণিত ঘটনায় আমার ঐ তাওয়াফ সহীহ হয়েছে কি না? এবং আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না? দ্রুত উত্তর জানিয়ে বাধিত করবেন।
Answer
তাওয়াফের জন্য অযু থাকা ওয়াজিব। আর শরীর ও কাপড় পাক থাকা সুন্নাতে মুআক্কাদা। অপবিত্র কাপড় পরে তাওয়াফ করা মাকরূহ হলেও তাওয়াফ হয়ে যায়। এবং কোনো জরিমানা ওয়াজিব হয় না। তাই আপনার তাওয়াফ আদায় হয়ে গেছে এবং কোনো জরিমানা ওয়াজিব হয়নি। তবে জেনেশুনে অপবিত্র কাপড় নিয়ে তাওয়াফ করা উচিত নয়।
Ñআলমাবসূত, সারাখসী ৪/৩৯; আলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; বাদায়েউস সনায়ে ২/৩১০; শরহু মুখতাসারিত তহাবী ২/৫৩০; মানাসিক, মোল্লা আলি আলকারী পৃ. ১৫১