Rabiul Auwal 1439 || December 2017

সাজিদুল ইসলাম - হযরতপুর, কেরানীগঞ্জ

৪২৮০. Question

আমি একদিন মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহ বলার পর একজনকে বললাম, ‘ভাল করে ধর’ জবাইয়ের পর উপস্থিত একজন বলে উঠল, বিসমিল্লাহ বলার পর কথা বলার কারণে বিসমিল্লাহ বাতিল হয়ে গেছে। আর নতুন করে বিসমিল্লাহ না বলে জবাইয়ের কারণে মুরগিটি খাওয়া হালাল হবে না। মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, তার কথা কি ঠিক? এই মুরগিটি কি খাওয়া যাবে না?

 

 

Answer

না, ঐ ব্যক্তির কথা ঠিক নয়। উক্ত ক্ষেত্রে পুনরায় বিসমিল্লাহ না বললেও জবাই সহীহ হয়েছে এবং সে মুরগিটি খাওয়া যাবে। কারণ বিসমিল্লাহ বলার পর দু-একটি কথা বললে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে জবাই সহীহ হবে। এছাড়া এখানে আপনি যে ছোট বাক্যটি বলেছেন তা ছিল জবাই সংক্রান্ত। ভিন্ন কোনো কথা বলেননি। অবশ্য জবাইকারী ব্যক্তি যদি বিসমিল্লাহ বলার পর দীর্ঘ সময় কথা বলে কিংবা ভিন্ন কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে এক্ষেত্রে নতুন করে বিসমিল্লাহ বলা জরুরি। আগের বলা ধর্তব্য হবে না।

-কিতাবুল আছল ৫/৩৯৮; ফাতাওয়া খানিয়া ৩/৩৬৯; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩০৭; আলবাহরুর রায়েক ৮/১৬৮; রদ্দুল মুহতার ৬/৩০২

Read more Question/Answer of this issue