মুহাম্মাদ মকবুল হোসেন - কলাতিয়া, কেরাণীগঞ্জ
৪২৭৬. Question
আমি ধানের ব্যবসা করি। নিজে কিছু ধান চাষ করি। আর ধান কাটার কয়েকদিন আগে যখন খেতে ধান পরিপূর্ণ হয়ে যায় তখন কিছু খেতের ধান গাছসহ ক্রয় করে নিই। কথা থাকে ১০/১২ দিন পর ধান কাটার সময় হলে ধান কেটে নেব। নির্ধারিত মূল্য পরিশোধ করে দেই। আর সময়মত ধান কেটে নেই। এভাবে ব্যবসা করতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
Answer
ধান হয়ে যাওয়ার পর জমিতে থাকা অবস্থায় গাছসহ তা ক্রয়-বিক্রয় জায়েয। সুতরাং এভাবে ধান ক্রয় করে সময় হওয়ার পর তা কেটে নিলে কোনো সমস্যা হবে না।
-ফাতহুল কাদীর ৫/৪৮৯; ফাতাওয়া হিন্দিয়া ৩/১০৬; বাদায়েউস সানায়ে ৪/৩৮৪; শরহুল মাজাল্লা, আতাসী ২/৯৪; আদ্দুররুল মুখতার ৪/৫৫৬; কেফায়াতুল মুফতী ১১/৯৫