ইমরান - ঢাকা
৪২৬২. Question
আমাদের মসজিদের সাথেই একটি মাদরাসা আছে। অনেক সময় মুয়াযযিন সাহেব উপস্থিত থাকেন না। তখন মাদরাসার কোনো বুঝমান নাবালেগ ছাত্র আযান দিয়ে দেয়। আমি জানতে চাচ্ছি তার আযান কি নামাযের জন্য যথেষ্ট হবে?
Answer
আযান যেহেতু গুরুত্বপূর্ণ আমল এবং নামাযের আহ্বান তাই বালেগ পুরুষদেরই আযান দেওয়া উচিত। তবে বুঝমান নাবালেগ ছেলে আযান দিলে তাও আদায় হয়ে যাবে।
-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ১৮১৪; কিতাবুল আছল ১/১১৫; বাদায়েউস সনায়ে ১/৩৭২; আলবাহরুর রায়েক ১/২৫৪; রদ্দুল মুহতার ১/৩৯১