Rabiul Auwal 1439 || December 2017

আলাউদ্দিন - নবীনগর

৪২৬০. Question

আমি একদিন ফজরের নামাযের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে পাই। তখন আমি সুন্নত না পড়েই জামাতে শরীক হয়ে যাই। নামায শেষে এক ব্যক্তি বললেন সূর্যোদয়ের পর নামায পড়ে নিও। আমি জানতে চাই ঐ ব্যক্তির কথাটি কি ঠিক?
 

Answer

হ্যাঁ, ঐ ব্যক্তির কথা সঠিক। ফজরের সুন্নত সময়মত পড়তে না পারলে সূর্যোদয়ের পর তা পড়ে নেওয়া উত্তম। আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشّمْسُ.

যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত (সময়মত) পড়েনি সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে নেয়। (জামে তিরমিযী হাদীস ৪২৩)

-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ৪০১৮; মুসান্নাফে ইবনে আবী শাইবাহ ৪/৩৯৫; কিতাবুল আছল ১/১৩৬; আলমুহীতুল বুরহানী ২/২৩৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০২; মাআরিফুস সুনান ৪/৮৮

Read more Question/Answer of this issue