Rabiul Auwal 1439 || December 2017

মুহাম্মাদ ওয়াফী - উত্তরা, ঢাকা

৪২৫৭. Question

ভুলবশত বিতরের নামাযে দুআয়ে কুনূত জোরে পড়ার দ্বারা সেজদায়ে সাহু ওয়াজিব হবে কি না?

 

Answer

দুআয়ে কুনূত জোরে পড়লে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে দুআয়ে কুনূত আস্তে পড়া উত্তম।

-আলবাহরুর রায়েক ২/৯৭; রদ্দুল মুহতার ২/৬

Read more Question/Answer of this issue