Rabiul Auwal 1439 || December 2017

হাসান আহমাদ - উত্তরা, ঢাকা

৪২৫৪. Question

এক ব্যক্তির কপালে ফোঁড়া হয়েছে। তাই সে কপালের উপর সেজদা করতে সক্ষম না হওয়ায় নাকের উপর সেজদা করে। জানতে চাই, ঐ ব্যক্তির নাকের উপর সেজদা করার কারণে তার নামায হয়েছে কি না?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি যেহেতু জমিনে কপাল রাখতে সক্ষম নয় তাই তার জন্য শুধু নাকের উপর সেজদা করা জায়েয। এতে তার নামাযের কোনো ক্ষতি হবে না। তবে সাধারণ অবস্থায় সেজদাতে কপাল ও নাক উভয়টিই জমিনে রাখা জরুরি।

-আলমাবসূত, সারাখসী ১/২১৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৬; হালবাতুল মুজাল্লী ২/৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৭০

Read more Question/Answer of this issue