ইসমাইল হুসাইন - লালমনিরহাট
৪৩১৫. Question
আমার বড় ভাইয়ের সাথে একটি বিষয়ে লেনদেন করার সময় আমার নিকট ১০০০/- টাকা বেশি আসে। আমি তা জানা সত্ত্বেও ফিরিয়ে দেইনি এবং আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলেছি, হিসাব সব ঠিকঠাক আছে। বর্তমানে ঐ বিষয়টি নিয়ে আমার অনুশোচনা হচ্ছে। কিন্তু কী বলে ফিরিয়ে দিব- বুঝতে পারছি না। ঐ ঘটনা বললে তো অনেক লজ্জার বিষয়।
এক্ষেত্রে আমার কোনো এক বন্ধুকে বলতে শুনেছিলাম যে, হাদিয়ার কথা বলে দিলেও নাকি সেই টাকা পরিশোধ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে হাদিয়ার কথা বলে দিলেও কি আদায় হয়ে যাবে?
Answer
হ্যাঁ, ‘হাদিয়া’ বলে দিলেও আদায় হয়ে যাবে। তবে আপনার ঐ কাজটি যে খুবই অন্যায় হয়েছে তা তো বলার অপেক্ষা রাখে না। এজন্য তওবা-ইস্তেগফার করতে হবে।
-ফাতাওয়া বাযযাযিয়া ৬/১৭১; জামিউল ফুসূলাইন ২/৫১; আদ্দুররুল মুখতার ৫/৯২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ৯৭, ৮৯৩; শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী ১/২৬৪