Jumadal Ula 1439 || February 2018

মনির হোসেন - কুমিল্লা

৪৩৫২. Question

আমাদের ঈদগাহ ঈদের নামাযের পূর্বে ধোয়ামোছা করে নামাযের জন্য প্রস্তুত করা হয়। বাকি পুরো বছর সেখানে মানুষের চলাফেরা, খেলাধুলা, এমনকি কখনো গবাদি পশু বিচরণ করতেও দেখা যায়। এখন প্রশ্ন হল, দাতা কর্তৃক ঈদের নামাযের জন্য ওয়াকফ করার পরও সেখানে বর্ণিত কাজগুলো করার অবকাশ আছে কি না?


 

Answer

ঈদগাহ সম্মানিত ও পবিত্র স্থান। ঈদগাহের জন্য ওয়াকফকৃত জায়গা খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজনের ক্ষেত্রে ঈদগাহের উপর দিয়ে চলাচল করা জায়েয আছে। আর ঈদগাহ যেহেতু পবিত্র স্থান তাই এর ভেতর কোনো গবাদি পশু চরতে দেওয়া যাবে না।

উল্লেখ্য যে, ঈদগাহের পবিত্রতা নিশ্চিত করার জন্য এলাকাবাসীর উচিত তা সীমানাদেয়াল ইত্যাদির মাধ্যমে ঘেরাও করে হেফাযত করা।

-আলবাহরুর রায়েক ২/৩৬; শরহুল মুনয়া পৃ. ৬১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৭; রদ্দুল মুহতার ১/৬৫৭

Read more Question/Answer of this issue