Jumadal Akhirah 1439 || March 2018

আবদুল্লাহ মুহাম্মাদ সালেহ - মাদারীপুর

৪৩৭৮. Question

আমি ব্যবহারের জন্য একটি পুরাতন গাড়ি কিনেছি। ইচ্ছা আছে, ভালো দাম পেলে বিক্রি করে দিব। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমার অন্যান্য সম্পদের সাথে ঐ গাড়ীরও কি যাকাত দিতে হবে?
 

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা আপনার প্রাথমিক ইচ্ছা, গাড়িটি ব্যবহার করা। আর ব্যবহারের নিয়তে ক্রয় করা বস্তুর যাকাত দিতে হয় না।

প্রকাশ থাকে যে, পণ্য ক্রয়ের সময় একমাত্র বিক্রির নিয়ত করলে তা ব্যবসার মাল হিসেবে গণ্য হয় এবং তখনই তা যাকাতযোগ্য সম্পদ বলে গণ্য হবে।

-বাদায়েউস সানায়ে ২/৯৪; ফাতাওয়া খানিয়া ১/২৫০; আলবাহরুর রায়েক ২/২২৮; ফাতহুল কাদীর ২/১৬৬

Read more Question/Answer of this issue