Jumadal Akhirah 1439 || March 2018

আবু দাউদ - মাদারীপুর

৪৩৬৬. Question

আমাদের মসজিদে যে হাফেযদ্বয় খতম তারাবিহ পড়ান তারা অধিকাংশ সময় কেবল আত্তাহিয়্যাতু পড়ে সালাম ফিরিয়ে দেন। একবার জিজ্ঞাসা করা হলে তাদের একজন বললেন, খতম তারাবিতে দরূদ শরীফ ও দুআ মাছূরা না পড়ার অনুমতি আছে।

এ ব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে কৃতজ্ঞ  করবেন।

 

Answer

তারাবির নামাযেও শেষ বৈঠকে আত্তাহিয়্যাতুর পর দরূদ শরীফ ও দুআয়ে মাছূরা পড়া সুন্নত। তাই ওযর ছাড়া এ সুন্নত ছেড়ে দেয়া ঠিক নয়। বিশেষ করে দরূদ শরীফ তো বেশি তাকিদপূর্ণ সুন্নত। তাই মুসল্লিদের কষ্ট হওয়ার আশঙ্কায় তা ছাড়া যাবে না। আর দুআয়ে মাছূরা লম্বা মনে হলে সংক্ষিপ্ত কোনো দুআ পড়া যায়।

-আলমুহীতুল বুরহানী ২/২৫৩; বাদায়েউস সানায়ে ১/৬৪৫; মারাকিল ফালাহ পৃ. ২২৬; আলবাহরুর রায়েক ২/৬৯; হালবাতুল মুজাল্লী ২/১৮৪; শরহুল মুনয়া পৃ. ৪০৭

Read more Question/Answer of this issue