Jumadal Akhirah 1439 || March 2018

তাওহিদুল ইসলাম - সদর দক্ষিণ, কুমিল্লা

৪৩৬৪. Question

গত বছর রমযানে একদিন আমরা কয়েকজন হাফেয একসাথে তারাবীর নামায আদায় করি। প্রথম চার রাকাতে লম্বা কেরাত পড়ার কারণে অনেক রাত হয়ে যায়। এরপর বাকি ষোল রাকাত দুই সালামে আট রাকাত করে আদায় করে নেই। মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, এক সালামে আট রাকাত আদায় করার দ্বারা আমাদের নামায কি আদায় হয়েছে?

 

Answer

আপনাদের উক্ত তারাবীর নামায আদায় হয়েছে। তবে একসাথে আট রাকাত পড়া ঠিক হয়নি। তারাবীর নামায দুই রাকাত করে পড়াই সুন্নত। তাই ভবিষ্যতে এমন করা থেকে বিরত থাকতে হবে।

-মারাকিল ফালাহ পৃ. ২২৫; আলমাবসূত, সারাখসী ২/১৪৭; আলবাহরুর রায়েক ২/৬৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩২৯; হালবাতুল মুজাল্লী ২/৩৬৯; শরহুল মুনয়া পৃ. ৪০৫

Read more Question/Answer of this issue