Jumadal Akhirah 1439 || March 2018

আবদুল কাদির - ওয়েব থেকে প্রাপ্ত

৪৩৬৩. Question

রমযানে বিতিরের নামাযের প্রত্যেক রাকাতে জোরে কেরাত পড়তে হবে, না শুধু প্রথম দুই রাকাতে? ছোটদের জন্য লেখা একটি বইয়ে শুধু প্রথম দুই রাকাতে জোরে কেরাত পড়ার কথা বলা হয়েছে। এ বক্তব্যটি কি ঠিক? আশা করি দলীল-প্রমাণসহ বিস্তারিত জানিয়ে কৃতার্থ করবেন।

 

Answer

রমযানে বিতির নামায জামাতে পড়া সুন্নাত। আর বিতির নামায জামাতে পড়লে এর প্রত্যেক রাকাতেই জোরে কেরাত পড়া ওয়াজিব। এক্ষেত্রে শুধু প্রথম দুই রাকাতে জোরে কেরাত পড়ার কথা ঠিক নয়।

-শরহুল মুনয়া পৃ. ২৯৬, ৪২০; হালবাতুল মুজাল্লী ২/৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৭২; রদ্দুল মুহতার ১/৪৬৯

Read more Question/Answer of this issue