তামান্না - ওয়েব থেকে প্রাপ্ত
৪২১৯. Question
মাননীয় সম্পাদক সাহেব, আমি একটি মাসআলা জানতে চাচ্ছি। দুই বছর পূর্বে বিবাহের সময় আমি আট ভরি স্বর্ণের মালিক হয়েছি। আমরা জানি, সাড়ে সাত ভড়ি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। আমার কাছে সব সময় নগদ টাকা থাকে না। এ বছর আমার কাছে নগদ কিছু টাকা এসেছে। আমি চাচ্ছি, একসাথে কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দিব। এভাবে কয়েক বছরের যাকাত একসাথে দিলে যাকাত আদায় হবে কি না? যদি এভাবে যাকাত আদায় না হয়, তাহলে আমার কী কারণীয়? কারণ, আমার কাছে তো সবসময় নগদ টাকা থাকে না। বিষয়টির সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।
Answer
আপনি যেহেতু নেসাব পরিমাণ সম্পদের মালিক তাই আপনার জন্য কয়েক বছরের অগ্রীম যাকাত আদায় করা সহীহ হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রা. থেকে দুই বছরের অগ্রীম যাকাত উসূল করেছিলেন।
Ñআলমুজামুল কাবীর তাবারানী, হাদীস ৯৯৮৫; মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৪৫৬; মুসান্নাফে আবদুর রায্যাক ৪/৮৬; কিতাবুল আছল ২/১২৩; শরহু মুখতাসারিত তহাবী ২/২৬৬; বাদায়েউস সনায়ে ২/১৬৪; এলাউস সুনান ৯/৫৪