আতিকুর রহমান - সদর, ময়নসিংহ
৪২১৮. Question
আমি গত বছরের শেষদিকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এ্যাডভান্স
হিসেবে দশ লক্ষ টাকা দিতে হয়েছে। এ দশ লক্ষ টাকা থেকে প্রতি মাসে নির্ধারিত হারে কিছু কিছু করে ভাড়া হিসেবে কাটা হবে। আমি প্রতি বছর আমার যাকাতযোগ্য সকল সম্পদ হিসেব করে তা থেকে দেনা মাইনাস করে বাকি সম্পদের ২.৫% যাকাত দিয়ে থাকি।
এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এ্যাডভান্স হিসেবে যে দশ লক্ষ টাকা আমি দিয়েছি, তার যাকাত আমাকে দিতে হবে কি না? যতি দিতে হয় তাহলে তার হিসাব কীভাবে হবে? এ টাকা থেকে তো প্রতিমাসে একটা অংশ ভাড়া হিসেবে কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি বিস্তারিতভাবে জানানোর বিনীত অনুরোধ রইল।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি আপনি ফ্ল্যাট মালিককে দশ লক্ষ টাকা এ শর্তে দিয়ে থাকেন যে, তা থেকে মাসে মাসে কিছু ভাড়া কর্তন হবে তবে তা অগ্রীম ভাড়া হিসেবে ধর্তব্য হবে। এক্ষেত্রে দোকানওয়ালা ঐ টাকার মালিক হয়ে যাবে। তাই এর যাকাত তাকেই আদায় করতে হবে। আপনাকে সে টাকার যাকাত দিতে হবে না।
Ñফাতাওয়া খানিয়া ১/২৫৩; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৯