Safar 14439 || November 2017

নাফিসা জুয়াইরিয়া - সেগুনবাগিচা, ঢাকা

৪২১৫. Question

কম্পাসের যে দিকটা পশ্চিম সাব্যস্ত হল তার থেকে কতটুকু পরিমাণ ডান বা বাম দিকে ঘুরে নামায পড়লেও নামায হয়ে যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

Answer

শরীয়তের হুকুম হল, যারা কাবা শরীফ দেখছে তারা তো সরাসরি কাবা বরাবর মুখ করেই নামায পড়বে। আর যারা দূরে; কাবা দেখছে না, তারা কাবা ঘর যেদিকে অবস্থিত সেদিকে ফিরে নামায পড়বে।

এক্ষেত্রে নির্ধারিত ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি পরিমাণ ডানে বা বামে সিনা সরে গেলেও নামায সহীহ হয়ে যাবে। এর চেয়ে বেশি পরিমাণ ঘুরে গেলে নামায সহীহ হবে না।

উদাহরণস্বরূপ কোনো এলাকার কিবলার দিক যদি ২৭৭ ডিগ্রিতে হয়  তাহলে এর থেকে উত্তরে ২৭৭+৪৫=৩২২ ডিগ্রি পর্যন্ত সিনা ঘুরে গেলেও নামায হয়ে যাবে। এর চেয়ে বেশি ঘুরলে নামায সহীহ হবে না। তেমনি এর থেকে দক্ষিণে ২৭৭-৪৫=২৩২ ডিগ্রি পর্যন্ত সিনা ঘুরে গেলেও নামায সহীহ হয়ে যাবে। এর চেয়ে বেশি দক্ষিণে ঘুরলে নামায সহীহ হবে না।

উল্লেখ্য, কম্পাসের মাধ্যমে দিকনির্ণয় করতে হলে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, কম্পাসটি সঠিক দিক নির্দেশ করছে কি না।

প্রকাশ থাকে যে, নামায আদায় করতে হবে সরাসরি কিবলার দিকে ফিরেই। ইচ্ছা করে ডানে বা বামে ঘুরবে না। তারপরও কখনো ডানে বা বামে ঘোরা হয়ে গেলে কতটুকু ঘোরা হচ্ছে সে অনুযায়ী কী হুকুম হবে তাই আগে বলা হয়েছে।

Ñজামে তিরমিযী, হাদীস ৩৪৪; মাআরিফুস সুনান ৩/৩৭৫; আলফাতাওয়াল খাইরিয়্যা ১/১৭; রদ্দুল মুহতার ১/৪২৮

Read more Question/Answer of this issue