মুহাম্মাদ মাহবুবুর রহমান - যশোর
৪২১৪. Question
আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাম হাতটি অচল। তাই তাকবীরে তাহরীমার সময় তিনি শুধু ডান হাত কান পর্যন্ত ওঠাতে পারেন। বাম হাত ওঠাতে পারেন না। তবে তাকবীরে তাহরীমার পর কিয়ামে স্বাভাবিকভাবেই দুই হাত নাভীর নীচে বাঁধতে পারেন।
কিছু কিছু লোক বলছে, অন্য সুস্থ ইমাম পাওয়া গেলে এই ইমামের পেছনে নামায সহীহ হবে না। সুস্থ ইমাম পাওয়া পর্যন্ত তিনি ইমামতি করতে পারবেন।
মুফতী সাহেবের কাছে বিনীত নিবেদন উক্ত ইমামের পেছনে নামায পড়ার হুকুম কী, তা জানিয়ে বাধিত করবেন। সুস্থ ইমাম পাওয়া যাওয়ার পর তার পেছনে নামায সহীহ হবে কি না? দলিল-প্রমাণসহ জানিয়ে উপকৃত করবেন।
Answer
প্রশ্নোক্ত ইমামের পেছনে নামায পড়তে সমস্যা নেই। তার ইমামতি সহীহ আছে। ইমামতির যোগ্য ব্যক্তি তার পেছনে থাকলেও কোনো সমস্যা নেই।
উল্লেখ্য যে, ইমামতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং শারীরিক ত্রুটি আছে এমন ব্যক্তির তুলনায় পরিপূর্ণ সুস্থ ব্যক্তি স্থায়ী ইমাম হওয়া উত্তম। তবে যারা বলেছেন, সুস্থ ইমাম পাওয়া গেলে এই ইমামের পেছনে নামায সহীহ হবে না, তাদের কথা ঠিক নয়।
Ñআদ্দুররুল মুখতার ও রদ্দুল মুহতার ১/৫৬২