Shawal 1438 || July 2017

মুনীরুজ্জামান - ঢাকা

৪১১৬. Question

আমার এক বড় ভাই যাকাতের টাকার মাধ্যমে মাদরাসার জন্য জমি ক্রয় ও ছাত্রাবাস নির্মাণ করতে চায়। সেটা করা যাবে কি না?

Answer

যাকাতের টাকা দিয়ে মাদরাসার জমি ক্রয় করা এবং ছাত্রাবাস নির্মাণ করা জায়েয হবে না। কেননা, এগুলো যাকাতের খাত নয়। যাকাত কাদেরকে এবং কোন্ কোন্ খাতে দেয়া যাবে তা কুরআন মাজীদের সূরা তাওবার ৬০ নং আয়াতে উল্লেখ হয়েছে। উক্ত খাতেই তা ব্যয় করতে হবে। এবং ঐ খাতের উপযুক্ত ব্যক্তিকে এর মালিক বানিয়ে দেয়া আবশ্যক। তাই যাকাতের টাকা মাদরাসার জমি ক্রয় বা নির্মাণ কাজে লাগানো যাবে না। এটা শরীয়তের উদ্দেশ্য বহির্ভূত কাজ হবে। মাদরাসা-মসজিদ নির্মাণ করতে হবে মুসলমানদের স্বতঃস্ফূর্ত সাধারণ  অনুদান দিয়ে।

-বাদায়েউস সনায়ে ২/১৪২; আহকামুল কুরআন জাস্সাস ৩/১২৮; রদ্দুল মুহতার ২/৩৪৪

Read more Question/Answer of this issue