যোবায়ের রশীদ - সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪১১৫. Question
কিছুদিন আগে আব্বা মারা যান। তিনি প্রতি বছর যাকাত আদায় করতেন। মারা যাওয়ার সময় তার যাকাতবর্ষ পূর্ণ হতে ২ মাস বাকি ছিল। আমার ছোট ভাইয়ের বয়স ৮ বছর। আর ছোট বোনের বয়স ৬ বছর। বাবার সম্পদ থেকে তাদের প্রত্যেকের প্রাপ্ত অংশ নেছাব পরিমানের চেয়ে বেশি হয়। তাদের অর্থ এখন আমার দায়িত্বে আছে। জানতে চাই, দুই মাস পর যাকাতবর্ষ পূর্ণ হলে তাদের অংশের যাকাত আদায় করতে হবে কি না?
Answer
নাবালেগের উপর যাকাত ফরয নয়। তাই আপনার ছোট ভাই ও বোন নেছাব পরিমাণ সম্পদের মালিক হলেও সাবালক হওয়া পর্যন্ত তাদের উপর যাকাত ফরয হবে না। সাবালক হওয়ার পর প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ যাকাতযোগ্য সম্পদ থাকলে বছর শেষে যাকাত ফরয হবে। ইবনে মাসউদ রা. বলেন,
لَيْسَ فِيْ مَالِ الْيَتِيْمِ زَكَاةٌ.
ইয়াতীমের সম্পদে যাকাত নেই। (কিতাবুল আছার, হাদীস ২৯৪)
উল্লেখ্য, আপনার বাবার যাকাতবর্ষের হিসাব ওয়ারিশদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই আপনি ও প্রাপ্তবয়স্ক অন্য ওয়ারিশ যেদিন থেকে নেসাব পরিমাণ যাকাতযোগ্য সম্পদের মালিক হবেন সেদিন থেকেই যাকাতবর্ষের হিসাব শুরু হবে।
-কিতাবুল আছল ২/৫৬; আলমাবসূত, সারাখসী ২/১৬২; বাদায়েউস সনায়ে ২/৭৯; তাবয়ীনুল হাকায়েক ২/২০