Shawal 1438 || July 2017

ইসমাইল শিকদার - আজমপুর, ঢাকা

৪১১৪. Question

একটি বিশেষ উদ্দেশ্য পূর্ণ হলে ৫০০০/- টাকা সদকা করার মানত করেছিলাম। আল্লাহর রহমতে তা পূর্ণ হয়েছে। আমি এখনো উক্ত টাকা সদকা করিনি। এদিকে আমার যাকাতবর্ষ পূর্ণ হয়ে গেছে। জানতে চাই, উক্ত অর্থ কি যাকাতের হিসাব থেকে বাদ যাবে?

Answer

না, ঐ টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে না। বরং সেটারও যাকাত দিতে হবে। অবশ্য আপনি যদি যাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগেই উক্ত মানত আদায় করে দিতেন তবে তা যাকাতের হিসাব থেকে বাদ যেত। কিন্তু যেহেতু যাকাতবর্ষ পূর্ণ হয়ে গেছে এবং আপনি এখনো ঐ অর্থ আদায় করেননি তাই এখন সে টাকারও যাকাত দিতে হবে।

-তাবয়ীনুল হাকায়েক ২/২৪; আলবাহরুর রায়েক ২/২০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩

Read more Question/Answer of this issue