Shawal 1438 || July 2017

উম্মে হাবীব - উত্তরা, ঢাকা

৪১১৩. Question

আমি আর আমার স্বামী আমাদের ছোট্ট একটি সন্তানসহ শহরের একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি। বাসায় অন্য কোনো মহিলা নেই। রমযান মাসে রোযা রেখে মাঝেমধ্যেই আমার সন্তানকে খাদ্য চিবিয়ে খাওয়ানোর প্রয়োজন হয়। তখন রোযা রাখেনি এমন কাউকে না পেয়ে আমি নিজেই খাদ্য চিবিয়ে ওর মুখে দেই। জানতে চাই, রোযাবস্থায় এভাবে খাদ্য চিবালে রোযার কোনো ক্ষতি হয় কি না?

Answer

রোযা অবস্থায় বিশেষ ওজর ছাড়া খাবার চিবানো মাকরূহ। হা, একান্ত নিরুপায় হলে অনুমতি আছে। তবে খাদ্য চিবানোর সময় সতর্ক থাকতে হবে যেন খাবারের কোনো অংশ গলায় চলে না যায়। কেননা গলায় চলে গেলে রোযা ভেঙ্গে যায়। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন,

لاَ بَأْسَ أَنْ تَمْضُغَ الْمَرْأَةُ لِصَبِيِّهَا وَهِيَ صَائِمَةٌ، مَا لَمْ يَدْخُلْ حَلْقَهَا.

কোনো মহিলা তার সন্তানের জন্যে রোযা অবস্থায় খাদ্য চিবাতে সমস্যা নেই; যদি খাদ্য গলায় চলে না যায়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৩৮৫)

-আলমাবসূত, সারাখসী ৩/১০০; বাদায়েউস সনায়ে ২/২৬৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯

Read more Question/Answer of this issue