Shawal 1438 || July 2017

আমাতুল্লাহ - চৌহালি, সিরাজগঞ্জ

৪১০৮. Question

আমার একটি রোযার মানত ছিল। সেদিন রোযা রেখে দুপুরে লাকড়ির চুলায় রান্না করছিলাম। তখন নাকে-মুখে বেশ কিছু ধোঁয়া ঢুকে যায়। এদিকে আমিও শ্বাস নেয়ায় তা নাক-মুখ দিয়ে ভেতরে ঢুকে যায়। আমি ভাবলাম, সিগারেট খেলে যেহেতু রোযা ভেঙ্গে যায় তাই এর দ্বারাও রোযা ভেঙ্গে গেছে। তাই আমি পরে পানাহার করি। জানতে চাই, আমার উক্ত কাজটি কি ঠিক হয়েছে? আর এখন আমার করণীয় কী?

Answer

 চুলার ধোঁয়া কিংবা অন্য কোনো ধোঁয়া অনিচ্ছায় নাকে বা মুখের ভেতর চলে গেলে রোযা ভাঙ্গে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে রোযা ভেঙ্গে গেছে মনে করে পানাহার করা ভুল হয়েছে। আর সিগারেটের সাথে চুলার ধোঁয়াকে তুলনা করা ঠিক হয়নি। সিগারেটের ধোঁয়া টানা হয় ইচ্ছাকৃত। তাই এর দ্বারা রোযা ভেঙ্গে যায়। শরীয়তের মাসআলা নিজ থেকে এভাবে ভেবে নেয়া কিছুতেই উচিত নয়। প্রত্যেক মুমিনের কর্তব্য, দ্বীনী বিষয়ে নির্ভরযোগ্য আলেমদের শরণাপন্ন হওয়া। এখন আপনাকে উক্ত রোযার কাযা করতে হবে। কাফ্ফারা আদায় করতে হবে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৯৮৮৬; আলমাবসূত, সারাখসী ৩/৯৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৬৭; আলবহরুর রায়েক ২/২৭৩; মারাকিল ফালাহ পৃ. ৩৬১

Read more Question/Answer of this issue